বান্দরবানের লামার সরই ইউনিয়নের লেমুপালং থেকে অপহৃত ৮ জন তামাক চাষি ও শ্রমিককে ১০ লাখ টাকা মুক্তিপণ পেয়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বুধবার (৯ এপ্রিল) বিকালে তাদের গজালিয়া ইউনিয়নের লুলাইং এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ২ তামাক চাষি ও ৬ শ্রমিককে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়া ২ জন তামাক চাষি বাকি ৬ জন শ্রমিক। সন্ত্রাসীরা অপহৃতদের গজালিয়া ইউনিয়নের লুলাইং এলাকায় ছেড়ে দিলে তাদেরকে সেনাবাহিনী গিয়ে উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং থেকে ৮ জন তামাক চাষি ও শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। এ খবরের পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে অভিযান শুরু করে।
সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মেনওয়াই মুরুং বলেন, অপহরণের ঘটনাটি শুনেছি। অপহৃতদের গজালিয়ার দুর্গম লুলাইং এলাকায় ১০ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
লামা থানা ওসি তোফাজ্জল হোসেন বলেন, অপহৃত চাষি ও শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে। পরে তাদেরকে লুলাইং এর দুর্গম এলাকা থেকে সেনাবাহিনী উদ্ধার করে। এলাকা দুর্গম হওয়াতে মুক্তিপণের বিষয়টি আমি অবগত না।
মন্তব্য করুন