মুন্সিগঞ্জের গজারিয়ায় ক্রেতা সেজে মাদক কারবারি রাসেল সরকারের স্ত্রী মাজেদা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে ভবেরচর পৈক্ষারপাড় কন্দু সরকার বাড়ি এলাকায় মাদক কারবারি দম্পতিকে ধরতে অভিযান চালায় পুলিশ।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, রাসেল সরকার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। আমাদের অফিসার ফোর্স ক্রেতা সেজে তাকে (মাদক কারবারি মাজেদা) ৫৫ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে। এই দম্পতির বিরুদ্ধে গজারিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, মাদক প্রতিরোধ করাসহ উপজেলার ব্যবসায়ীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, গত সোমবার (৮ এপ্রিল) দুপুরে গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী একেএম জিয়াউল হক ওরফে মুরাদ ও তার স্ত্রী সোনিয়াকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল গজারিয়া থানার পুলিশ।
মন্তব্য করুন