আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হারিয়ে যাওয়া দুটি মাটির দুলই আয়শার শক্তি

মাটির তৈরি গহনার সামনে উদ্যোক্তা আয়শা আক্তার আঁখি। ছবি : কালবেলা
মাটির তৈরি গহনার সামনে উদ্যোক্তা আয়শা আক্তার আঁখি। ছবি : কালবেলা

বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের আলমগীর গাজীর মেয়ে আয়শা আক্তার আঁখি। আয়শা যখন খুব ছোট, তার মা মরিয়ম বেগম বাজার থেকে একজোড়া মাটির কানের দুল কিনে দেন। প্রিয় সেই দুল জোড়া ২৫ বছর যত্নের সঙ্গে আলমারিতে রেখে দিয়েছিলেন আয়শা; কিন্তু পাঁচ বছর আগে দুল জোড়া হারিয়ে যায়। প্রিয় দুল হারিয়ে আয়শার দুঃখেরও শেষ নেই।

তবে জেদ চাপে নিজেই মাটি দিয়ে ওই রকমের দুল বানাবেন। সেই থেকে শুরু। এখন আয়শা মাটির গহনা তৈরির একজন সফল কারিগর। অনলাইনে দুল বিক্রি করে সংসারে কিছু বাড়তি রোজগার হয়। স্বচ্ছন্দে চলে যায় জীবন।

২০২১ সালে আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন আয়শা। এরপর তার বিয়ে হয়ে যায়। স্বামী গাজী মো. সোলায়মানকে নিয়ে তার সুখের সংসার। স্বামীর অনুপ্রেরণা ও সহযোগিতায় নতুন উদ্যমে আবার গহনা তৈরিতে হাত দেন আয়শা।

এখন মাটি আর রং নিয়েই তার দিন-রাতের ভাবনা। বাহারি এবং নিখুঁত নকশার মাটির গহনা মন কাড়বে যে কারও। এ পর্যন্ত পাঁচ শতাধিক গহনা তৈরি করেছেন। এসবের মধ্যে রয়েছে কানের দুল, গলার মালা, হাতের চুড়িসহ আরও নানাবিধ গহনা। এসব গহনা অনলাইনে বিক্রি করছেন আয়শা।

ভালো সাড়াও পাচ্ছেন। সুন্দর নকশার টেকসই এ গহনার দামও খুব বেশি নয়। প্রকারভেদে প্রতি সেট গহনা ৭০ থেকে ১৫০ টাকায় বিক্রি করছেন তিনি। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসীও।

তানজিলা নামে এক ক্রেতা বলেন, ‘বর্তমানে স্বর্ণের মূল্য অনেক বেশি, যা আমাদের মতো সাধারণ পরিবারের মেয়েদের সাধ্যের বাইরে। অনলাইনে আয়শা আঁখির কাছ থেকে বাহারি কারুকাজের এক সেট মাটির গহনা ক্রয় করেছি। পরিধান করে দেখি, বেশ লাগছে।’

স্বামী গাজী সোলায়মান বলেন, ‘স্ত্রীর এমন ভালো কাজে আমি সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মাটির গহনা বিক্রির অর্থ দিয়ে আয়শা সংসারে বেশ জোগান দিচ্ছে।’

আয়শার মা মরিয়ম বেগম বলেন, ‘ছোটবেলায় বাজার থেকে দুটি মাটির দুল কিনে এনেছিলাম। সেগুলো ২৫ বছরে ধরে আলমারিতে রাখা ছিল। বছর পাঁচেক আগে হারিয়ে ফেলেছে। ওই গহনার দেখাদেখি আমার মেয়ে আয়শা আঁখি মাটির গহনা তৈরির উদ্যোগ নেয়। অনেক কষ্ট করে শিখে নিয়েছে সে। এখন স্বামীর বাড়িতে বসে গহনা তৈরি করে অনলাইনে বিক্রি করছে। তার এমন কাজে আমি খুব খুশি।’

উদ্যোক্তা আয়শা আঁখি বলেন, ‘মায়ের দেওয়া হারিয়ে যাওয়া মাটির এক জোড়া দুলই আমার শক্তি। মাটির গহনা তো এখন প্রায় হারিয়েই যাচ্ছে। বিলুপ্ত মাটির জিনিস ধরে রাখারও একটা প্রাণান্তকর চেষ্টা আমার। তবে কোনো ব্যক্তি বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা পেলে কাজের পরিধি আরও বাড়াতে পারব। এতে আমার মতো অন্য নারীদেরও কাজের সুযোগ তৈরি হবে।’

আমতলী তথ্য সেবা কর্মকর্তা হাফসা বেগম বলেন, ‘আয়শার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। উদ্যোক্তার প্রশিক্ষণের জন্য তার নাম দেওয়া হয়েছে। তার কাজের পরিধি বৃদ্ধির জন্য দপ্তরের সব ধরনের সহযোগিতা থাকবে।’

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান কালবেলাকে বলেন, ‘বিলুপ্ত মাটির জিনিস ধরে রাখতে আঁখি যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত চমৎকার। আবেদন পেলে তাকে আর্থিকভাবে সহায়তা করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনসিসির গণশুনানিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হট্টগোল, ধাক্কাধাক্কি

আমরা ফের রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুরুল হক নুর

দেড় যুগ পর দেশে ফিরলেন জিয়া পরিষদ নেতা জলিল খান

জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

কালবেলার নামে সালাউদ্দিন আহমেদকে নিয়ে ভুয়া কার্ড প্রচার

জহিরের শাস্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

টেস্ট ছাপিয়ে আলোচনায় ফ্র্যাঞ্চাইজি লিগ

গাজাবাসীর সহায়তায় ১২ লাখ টাকা অনুদান দিলেন চসিক মেয়র

নড়াইলে সৌদি প্রবাসী হত্যা, হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম

সাবেক এমপি বাহারের কুমিল্লার বাড়ি-জমি জব্দের আদেশ

১০

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের দুদফা হামলা

১১

রাজনৈতিক অপতথ্য প্রচারের নতুন কৌশল ব্লগস্পটের ফ্রি ডোমেইন

১২

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান : রাষ্ট্রদূত সাইদা শিনিচি

১৩

‘কৃষি ইনইস্টিটিউটের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কাজ করছে মন্ত্রণালয়’

১৪

স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা হিরো আলমের

১৫

জর্ডানে প্রস্তুতি ম্যাচ খেলবে নারী ফুটবল দল

১৬

ভিসির পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল

১৭

গ্রিন ভয়েসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি

১৮

বর্ষসেরার খেতাব পেল গাজার ‘বিষণ্ন’ বালকের ছবি

১৯

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যাট-বলের লড়াই চায় বিসিবি

২০
X