বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এখনো অধরা হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতা

পুলিশের হাতে আটক আকছার আহমদ। ছবি : কালবেলা
পুলিশের হাতে আটক আকছার আহমদ। ছবি : কালবেলা

সিলেটের ওসমানীনগরে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ১১ দিন পার হলেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় উপজেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা ও ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আকছার আহমদের সঙ্গে দীর্ঘদিন জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল একই গ্রামের আব্দুল আজিম ও আজমল খাঁনসহ কয়েকজনের সঙ্গে। এনিয়ে তাদের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে। গত ৩১ মার্চ বিকালে পশ্চিম পৈলনপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের ইসলামপুর হাওরের পাশে কাজ করছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকছার আহমদ। এসময় একই গ্রামের আব্দুল আজিম, হোসাইন আহমদ হাসান, হাবিবুর রহমান, আব্দুল হালিম, আবুল হোসেন, আজমল খাঁনের সাথে আকছার আহমদের পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আছকার আহমদকে আটক করে তারা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসলে আছকার আহমদকে পুলিশের হাতে তুলে দেন তারা।

এসময় পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত থাকার অভিযোগে আকছার আহমদকে গ্রেপ্তার করে হাতকড়া পড়িয়ে দেয়। এসময় আকছার আহমদের আত্মীয় স্বজন, স্থানীয় জনতা এবং পুলিশের ত্রিমুখী বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশের হেফাজতে থাকা আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয় তার স্বজনও উপস্থিত জনতা। পুলিশের উপস্থিতিতেই দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন পুলিশসহ সাতজন। পরে পরিত্যক্ত অবস্থায় হাতকড়া পাওয়া গেলেও ঘটনার ১১ দিন অতিবাহিত হলে সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর ও গ্রেপ্তারকৃতকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় ১৮ জনকে অভিযুক্ত করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়। তবে অভিযুক্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন।

পলাতক আকছার আহমদের ভাই জয়নুল আবেদিন জেনেল বলেন, আওয়ামী লীগের এক নেতার ছত্রছায়ায় ২০১৮ সাল আমাদের উপর হামলা চালায় আব্দুল আজিমের লোকজন। তারা রাজনৈতিক মামলায় আমাদের গ্রেপ্তার করাতে প্রতিনিয়ত পুলিশ নিয়ে আমাদের বাড়িতে আসে। সম্প্রতি তারা আমার ভাই আছকার আহমদকে আটক করে। তাদের হামলায় আমাদের দুইজন আহত হন।

এদিকে গ্রেপ্তারকৃতকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

অপরপক্ষের মামলার বাদী আব্দুল আজিম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার দিন আমাদের পক্ষের আজমল ও আবুলের উপর হামলা চালায় আওয়ামী লীগ নেতা আকছার আহমদ। খবর পেয়ে আমরা কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে খবর দেই। তখন আকছার মিয়া আমাদের দেখে দৌড় দিলে তাকে আটক করা হয়।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা ও ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ৩২ মৃত্যু / প্রজন্মের সবচেয়ে বড় মানবিক ব্যর্থতার নাম গাজা

আপত্তিকর ব্যানার নিয়ে উদ্বেগ-নিন্দা সিইউজের

ডিএনসিসির গণশুনানিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হট্টগোল, ধাক্কাধাক্কি

আমরা ফের রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুরুল হক নুর

দেড় যুগ পর দেশে ফিরলেন জিয়া পরিষদ নেতা জলিল খান

জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

কালবেলার নামে সালাউদ্দিন আহমেদকে নিয়ে ভুয়া কার্ড প্রচার

জহিরের শাস্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

টেস্ট ছাপিয়ে আলোচনায় ফ্র্যাঞ্চাইজি লিগ

গাজাবাসীর সহায়তায় ১২ লাখ টাকা অনুদান দিলেন চসিক মেয়র

১০

নড়াইলে সৌদি প্রবাসী হত্যা, হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম

১১

সাবেক এমপি বাহারের কুমিল্লার বাড়ি-জমি জব্দের আদেশ

১২

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের দুদফা হামলা

১৩

রাজনৈতিক অপতথ্য প্রচারের নতুন কৌশল ব্লগস্পটের ফ্রি ডোমেইন

১৪

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান : রাষ্ট্রদূত সাইদা শিনিচি

১৫

‘কৃষি ইনইস্টিটিউটের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কাজ করছে মন্ত্রণালয়’

১৬

স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা হিরো আলমের

১৭

জর্ডানে প্রস্তুতি ম্যাচ খেলবে নারী ফুটবল দল

১৮

ভিসির পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল

১৯

গ্রিন ভয়েসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি

২০
X