গাজীপুরের কালিয়াকৈর এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (০৯ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের বিপরীত পাশে একটি ঝুট ও গ্যাস সিলিন্ডার সংরক্ষণাগারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার খান রায়হান চৌধুরী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঝুট ও গ্যাস সিলিন্ডার অত্যন্ত দাহ্য হওয়ায় এবং বাতাসের কারণে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পরও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। ফায়ার সার্ভিস সদস্যরা সতর্কতার সঙ্গে কাজ করছেন, যাতে সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি এড়ানো যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার খান রায়হান চৌধুরী বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে লিক হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।’
তিনি জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে কি না তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস সতর্কভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
মন্তব্য করুন