নাটোরের লালপুরে থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে (৩০) আটক করেছে লালপুর থানা পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।
আটককৃত রুবেল উদ্দিন নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
লালপুর থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদের বাড়িতে গুলি ছোড়ার ঘটনায় বাগাতিপাড়া ও লালপুর থানা পুলিশ তাকে আটক করে।
বাগাতিপাড়া থানায় নেওয়ার পূর্ব মুহূর্তে ছাত্রদল ও যুবদলের অর্ধশত নেতাকর্মীরা থানায় গিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। বিকেল সাড়ে ৫টার দিকে থানা হেফাজত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় নেতাকর্মীরা। পরে মঙ্গলবার রাতে থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ এজাহার নামীয় ৩৮ জন ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনের নামে একটি মামলা করে পুলিশ।
আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথবাহিনী অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনের ২ বোন রূপা (২৫) ও বৃষ্টিকে (২০) গৌরীপুরস্থ তার নিজ বাড়ি থেকে ও লালপুর উপজেলা গোধরা এলাকা থেকে আব্দুল হকের ছেলে যুবদল নেতা মাসুদ রানা মজনুকে (৪৫) আটক করে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক কালবেলাকে বলেন, পুলিশ অভিযান চালিয়ে দুপুরে পার্শ্ববর্তী উপজেলা ঈশ্বরদী থেকে রুবেল উদ্দিনকে আটক করে।
তিনি আরও বলেন, থানা থেকে আসামি ছিনতায়ের ঘটনায় ৩৮ জন এজাহার নামীয়সহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। সেই মামলায় রুবেল উদ্দিনের দুই বোন রূপা, বৃষ্টি ও যুবদল নেতা মাসুদ রানা মজনুকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন