শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১২:১১ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষের সময় একপক্ষের অবস্থান। ছবি : সংগৃহীত
মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষের সময় একপক্ষের অবস্থান। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে পৌর শহরের চন্ডিবের এলাকার মীর বাড়ি ও কাজি বাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- সোলেমান মিয়া (২৭), রাব্বী মিয়া (১৭), সাকিব মিয়া (২৬), ইমন মিয়া (২৪), মোছা মিয়া (৩০), রাতুল (২২), শ্রাবন (১৯), সোলমন (৪৮), অলি উল্লাহ (১৬), ইয়ছিন (১৯), সামি (১৪), সোহাগ (২০), আল আমিন (১৮), ইয়াছিন (১৫), সাজ্জাদ (২০), সিয়াম (১২), রায়হান (১৮), বাদশা (১৮), প্রিয়াঙ্কা (২০), জন মিয়া (১৯), সাংবাদিক মিজান পাটোয়ারিসহ (৪৫) অজ্ঞাত আরও অনেকে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, মীর বাড়ি ও কাজি বাড়ির মধ্যে মীর বাড়ির একটি মসজিদ রয়েছে। মীর বাড়ির সভাপতি ছিলেন মোল্লা বাড়ির মিজান মোল্লা। সোমবার (৭ এপ্রিল) পাঁচ বছর পর কমিটি গঠন করতে বসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় কমিটি নিয়ে উভয়পক্ষের মধ্যে হট্টগোল হয়। পরে রাতেই উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হলে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।

তারা আরও জানান, পরে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে বিষয়টি মীমাংসা করতে স্থানীয় নেতারা সময় নেন। দিনভর এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করে। পরে রাতে হঠাৎ মীর বাড়ি ও কাজি বাড়ির মানুষ ইট-পাটকেল, দা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হন। একই সঙ্গে বেশ কয়েকটি বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ, র‍্যাব ও বাংলাদেশ সেনাবাহিনীর ভৈরব ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভৈরব কুলিয়ারচর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. নাজমুস সাকিব কালবেলাকে বলেন, খবর পেয়ে ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রোহানীসহ ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জহিরের শাস্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

টেস্ট ছাপিয়ে আলোচনায় ফ্র্যাঞ্চাইজি লিগ

গাজাবাসীর সহায়তায় ১২ লাখ টাকা অনুদান দিলেন চসিক মেয়র

নড়াইলে সৌদি প্রবাসী হত্যা, হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম

সাবেক এমপি বাহারের কুমিল্লার বাড়ি-জমি জব্দের আদেশ

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের দুদফা হামলা

রাজনৈতিক অপতথ্য প্রচারের নতুন কৌশল ব্লগস্পটের ফ্রি ডোমেইন

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান : রাষ্ট্রদূত সাইদা শিনিচি

‘কৃষি ইনইস্টিটিউটের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কাজ করছে মন্ত্রণালয়’

স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা হিরো আলমের

১০

জর্ডানে প্রস্তুতি ম্যাচ খেলবে নারী ফুটবল দল

১১

ভিসির পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল

১২

গ্রিন ভয়েসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি

১৩

বর্ষসেরার খেতাব পেল গাজার ‘বিষণ্ন’ বালকের ছবি

১৪

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যাট-বলের লড়াই চায় বিসিবি

১৫

২০২৪ সালের স্টক লভ্যাংশ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্স

১৬

মাত্র ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

১৭

আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালাল আসামি

১৮

গাঁজার গাছ লাগিয়ে বিএনপি নেতা ছেলেকে বলেন ‘ফুলগাছ’

১৯

‘আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি অপপ্রচার করছে’

২০
X