গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন গাজীপুর মহানগর ছাত্রদল।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে টঙ্গীর চেরাগআলী থেকে মিছিল শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়। মিছিলটিতে কলেজ শাখা, ওয়ার্ড ও থানা শাখা ছাত্রদলের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় পথচারী ও স্থানীয়রা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। মুখে ও মাথায় কালো কাপড় বেঁধে হাতে থাকা প্ল্যাকার্ডগুলো প্রদর্শন করে হেঁটে হেঁটে ফিলিস্তিনে গণহত্যার প্রতীকী চিত্র তুলে ধরেন তারা।
বিক্ষোভ মিছিলে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এটি কোনো মুসলিম দেশ সহ্য করতে পারে না। ফিলিস্তিনে কীভাবে নিরীহ নারী, পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে! আমরা দেখতে পাচ্ছি, সারা পৃথিবী আজ মজলুম মানুষদের কান্নায় ভারী হয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি, সারা পৃথিবীর মজলুমদের ওপর এই জালিমদের হাত আরও বেশি শক্তিশালী হচ্ছে। আজকের মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচির অংশ হিসেবে আমরা ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানাচ্ছি। এই হামলা বন্ধ করতে বিশ্বের সকল দেশের মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিবাদ করতে হবে।
বক্তারা আরও বলেন, বিক্ষোভে ইসরায়েলি পণ্য বর্জন ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানান।
মন্তব্য করুন