লালমনিরহাটের কালীগঞ্জে বাস ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অনেক পরিবহন কাউন্টার সড়ক পথে যেন ‘বিমানের ভাড়া’ আদায় করছে। এই অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে কঠোর অবস্থানে নেমেছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
এ সময় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড ও টিকিট কাউন্টারে এই অভিযান চালানো হয়। ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বাড়ায় নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগে এ অভিযান চালান ইউএনও জাকিয়া সুলতানা। অভিযানে দেখা যায়, বেশ কয়েকটি বাস কাউন্টার সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করছে না এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন দূরপাল্লার রুটের টিকিটের দাম স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি চাওয়া হচ্ছে বলে অনেক যাত্রীরা ইউএনওর কাছে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে কয়েকটি পরিবহন কাউন্টারকে জরিমানা করা হয়।
এ ছাড়াও সব কাউন্টারকে ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা এবং সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করেন ইউএনও জাকিয়া সুলতানা।
যাত্রীরা জানান, বেশ কয়েকটি বাস কাউন্টারে নন এসির টিকিট ৮শ টাকার পরিবর্তে ১৩শ টাকা নেওয়া হচ্ছে। এসির ভাড়া ১৪শ টাকার পরিবর্তে ২৫শ টাকা নিচ্ছে।
জাকিয়া সুলতানা বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় এবং ন্যায্য ভাড়ায় টিকিট কেটে তারা যেন ঢাকায় ফিরতে পারে, তা নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এই অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন