ঝিনাইদহের মহেশপুর দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রাকের নিচে চাপা পড়ে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খালিশপুর-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কৃষ্ণচন্দ্রপুর হিন্দুপাড়া গ্রামের মংলা বাবু রায়ের ছেলে বিধান (১৫) ও একই এলাকার বাদল বাবু রায়ের ছেলে রাজা বাবু (১৪)। তারা দুজন আপন চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম জানান, কৃষ্ণচন্দ্রপুর থেকে মোটরসাইকেল যোগে খালিশপুরের দিকে যাচ্ছিল বিধান ও রাজা। কৃষ্ণচন্দ্রপুর বটতলা পার হলে অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। সড়কে ছিটকে পড়নে বিধান ও রাজা। এ সময় একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বিধান ও রাজা মারা যায়।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন