সাতক্ষীরায় মেডিকেল কলেজের পাশে সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ ট্রাক টার্মিনাল ভবন গুঁড়িয়ে দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আলিপুর এলাকার ট্রাক টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের নেতৃত্বে বিশেষ এ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় সড়ক বিভাগের জায়গা দখল করে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুস সবুর কর্তৃক অবৈধভাবে গড়ে তোলা দুতলা একটি ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়। এ সময় উপস্থিত অবৈধ দখলকারী ভূমিদস্যু বাস ট্রাক মালিক সমিতির নেতা আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরদারকে সতর্ক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, আজকে আলিপুর ইউনিয়নে সরকারি জমি উদ্ধারকল্পে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় আলিপুর মৌজার খাস খতিয়ানভুক্ত ২ দশমিক ২৪ একর, পানি উন্নয়ন বোর্ডের শূন্য দশমিক ৮৪ একর এবং সড়ক ও জনপথের ১ দশমিক ১১ একর জমি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ খাস খতিয়ানভুক্ত ও পানি উন্নয়ন বোর্ডের জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছিলেন। অন্যদিকে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুস সবুর অবৈধভাবে সড়ক ও জনপথের জমি জোরপূর্বক দখল করে সেখানে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস নির্মাণ করেন ও বাকি অংশে ট্রাকস্ট্যান্ড স্থাপন করে। বিশেষ অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা, পুলিশের প্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
মন্তব্য করুন