চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) নগর পুলিশ মিডিয়া শাখার উপপরিদর্শক (এসআই) ইমরান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন- হালিশহর থানায় বেলায়েত হোসেন রিপন (৩৫), পারভীন আক্তার (৪৫), চান্দগাঁও থানায় মো. কফিল উদ্দিন (৪৫), মো. শহিদুল ইসলাম (৪৪), বাকলিয়া থানায় মো. শফিকুল ইসলাম (২০), মো. সজিব (২৯), সদরঘাট থানায় মো. সাগর প্রকাশ হৃদয় (২২), মো. সাব্বির হোসেন (২৩), ইপিজেড থানায় মো. রিয়াদ হোসেন (১৯), পতেঙ্গা মডেল থানায় মো. বাবু ইসলাম (৩৪), বায়েজিদ বোস্তামী থানায় মো. আবদুর রশিদ (২৮), রাকিবুল ইসলাম মাসুদ (২৩), মিনহাজ উদ্দিন মুন্না (২৩), বায়েজিদ বোস্তামী থানায় আরমান আলী রাজ (২৭), মো. আবদুর রশিদ (২৮), পাঁচলাইশ মডেল থানায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং রাঙ্গুনিয়া উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী (৫১)।
এ ছাড়া ডবলমুরিং মডেল থানায় মো. মোবারক হোসেন (৩৮), আমিনুল ইসলাম ইমন (২৮), ফাহিম (২২), মো. রাশেদুল ইসলাম (২২), মেহেদী হাসান মিরাজ (২৬), মাহবুব আলী (৪০), মো. ইমন (২৩), মো. আলমগীর (২২), মো. ওমর ফারুক (২২), মো. বাহার (৪৬), বাবুল হোসেন শুভ (৫৩), বন্দর থানায় মো. জসিম (২৮), মো. হাশেম (২৫), চকবাজার থানা ১৬ নম্বর ওয়ার্ড চকবাজার, যুবলীগ সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম (৪৬), আকবরশাহ্ থানায় লক্ষী রানী দাশ (৪৫), মো. মফিজুর রহমান (৪২), পাহাড়তলী থানায় মো. ইসমাইল হোসেন (৩৮), তছমিন (৩৫), মো. বেলাল (৪৭), নুর মোহাম্মদ প্র. রাসেল (৩৩), কোতোয়ালি থানায় মো. আলী হোসেন হৃদয় (২৫), মো. ইমন (২৭) ও জয় বৈষ্ণ (২৩)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা আছে। তারা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।
মন্তব্য করুন