সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় সরস্বতী নদীতে মাছ ধরতে গিয়ে বাজারের ব্যাগে পাওয়া গেল পুলিশের ব্যবহৃত ১২টি গ্যাস সেল।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরের দিকে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি পূর্বপাড়ায় সরস্বতী নদী থেকে এসব গ্যাস সেল উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, উদ্ধার করা গ্যাস সেলগুলো ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে লুট হওয়া।
সলঙ্গা থানার ওসি মো. মোখলেসুর রহমান জানান, ধোপাকান্দি পূর্বপাড়া ছোট্ট নদীটিতে মাছ ধরছিলেন শৌখিন এক মৎস্য শিকারি। এ সময় নদীর ভেতর থেকে একটি বাজারের ব্যাগ পেয়ে পুলিশে খবর দেন তিনি।
তিনি আরও জানান, ওই ব্যাগে পুলিশের ব্যবহৃত ১২টি গ্যাস সেল পাওয়া গেছে। এগুলো লুট হওয়া কিনা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন