টাঙ্গাইলের ঘাটাইলে ফসলি জমির মাটি কেটে বিক্রি করায় দুজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাইদ এ কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্যকর্না গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৯) এবং নবরত্নবাড়ি গ্রামের কোরবান আলীর ছেলে মো. জাকির হোসেন (৩০)।
জানা গেছে, ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে বিক্রি করার সংবাদ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ। পরে দুই মাটি ব্যবসায়ীকে তাৎক্ষণিক এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ কালবেলাকে বলেন, উপজেলার জামুরিয়া ইউনিয়নের জাকির হোসেন, সাদ্দাম হোসেন রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে বিক্রি করেন। উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে এক মাস করে কারাদণ্ড দেন। পাহাড়ি এলাকার টিলার লাল মাটি এবং কৃষি জমির মাটি বিক্রি বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন