ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজিচালিত অটোরিকশায় লাঠি দিয়ে আঘাত করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সরাইল উপজেলার তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
সরাইল থানার ওসি রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, চান্দ ও বারেক নামের দুপক্ষের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে চান্দের পক্ষের এক যুবকের সিএনজিচালিত অটোরিকশায় বারেকের পক্ষের একজন লাঠি দিয়ে আঘাত করেন। এ নিয়ে রাতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে।
তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে তাদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় প্রায় ২০-২৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চারজনকে আটক করেছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
মন্তব্য করুন