দীর্ঘদিন আত্মগোপনে থাকা মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লার আদালতে জামিন আবেদন করেন তিনি। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, ‘গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে ৪টি নাশকতার মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি হাইকোর্ট থেকে ৪টি মামলাতেই জামিন নিয়েছিলেন। এর মধ্যে দুটি মামলার মেয়াদ আজ শেষ হওয়ার কথা ছিল। বিস্তারিত তথ্য আগে দেওয়া সম্ভব নয়।’
মন্তব্য করুন