প্রতিশ্রুতি ছিল জামাতে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে পুরস্কৃত করা হবে। সেই প্রতিশ্রুতি পূরণ করে বাইসাইকেল জিতেছে ৬ শিশু।
সোমবার (৭ এপ্রিল) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন মাঠে জনকল্যাণমুখী সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এই সাইকেল বিতরণ করা হয়।
নতুন রূপপুর জামে মসজিদের সভাপতি শাহিনুর রহমান মজনুর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব আবুল কালাম আজাদ সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাবুদ্দিন খান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি নাজমুল হাসানসহ অন্যরা।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, প্রধান উপদেষ্টা মাকসুদুর রহমান চান্না ও উপদেষ্টা সুজাউদ্দিন পলাশ।
এ ছাড়াও অনুষ্ঠানে কোরআন শিক্ষা গ্রহণকারী ষাটোর্ধ্ব চার মুসল্লি, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ একজন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় দেশসেরা এক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
মন্তব্য করুন