কুমিল্লার দাউদকান্দিতে মাছ ধরা নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। এতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৪০), তার ছোট ভাই ইব্রাহিম হোসেন (৩৫), ওলানপাড়া গ্রামের সেলিম সরকারের ছেলে মো. ইয়াসিন মিয়া (২৬) এবং লাকসাম উপজেলার আব্বাস উদ্দিনের ছেলে মোরশেদ মিয়া (৫০)। আটক তিনজন হলেন- ইয়াসিন মিয়া, নাঈম হোসেন ও ফরহাদ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া ও উত্তর হরিপুর প্রজেক্টে মাছ ধরতে যায় পারভেজ গ্রুপের লোকজন। এ সময় ইসমাইল তার লোকজনসহ গিয়ে বাধা দেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে উভয়পক্ষের চারজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ওলানপাড়া ও উত্তর হরিপুর প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটছে। আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেছি। আটক ইয়াসিন পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। এ ঘটনায় গোলাগুলির সঙ্গে কারা জড়িত, তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন