জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির নামে টাকা আত্মসাতের অভিযোগে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করছে সমিতির বিক্ষুব্ধ গ্রাহকরা। আটক জাহাঙ্গীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারগঞ্জ উপজেলার সেক্রেটারি।
রোববার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে মাদারগঞ্জে এ ঘটনা ঘটে। পরে রাতেই তাহারুল ইসলাম নামে এক ভুক্তভোগী মামলা দায়ের করলে সোমবার দুপুরে জাহাঙ্গীরকে আদালতে পাঠায় পুলিশ।
আটক জাহাঙ্গীরের বাড়ি উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামে। তিনি আল আকাবা সমবায় সমিতির অডিটর।
সমিতির গ্রাহকরা জানান, মাদারগঞ্জ উপজেলার ২৩টি সমবায় সমিতি ৩৫ হাজার গ্রাহকের ৭৩০ কোটি টাকা আত্মসাৎ করেছে। এর প্রতিবাদে রোববার সকাল থেকে তারা থানা ভবন ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছিল। এর মধ্যে আল আকাবা সমবায় সমিতির অডিটর জাহাঙ্গীর আলম উপজেলা সদরে প্রবেশ করেন। এমন খবর পেয়ে বিক্ষুব্ধ গ্রাহকরা তাকে ধরে আটকে পুলিশে সোপর্দ করে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, সমবায় সমিতির বিক্ষুব্ধ গ্রাহকরা জাহাঙ্গীর আলমকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাহারুল নামে এক ভুক্তভোগী গ্রাহক মামলা দায়ের করলে আজ তাকে আদালতে পাঠানো হয়।
মন্তব্য করুন