ফেনীর ছাগলনাইয়ায় ভারতীয় সীমান্তে এস্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে ফেনী ৪ বিজিবির তথ্যের ভিত্তিতে উপজেলার ভারত সীমান্ত যশপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা কালবেলাকে জানান, ভারতীয় সীমান্তে বিজিবির তথ্যের ভিত্তিতে একটি মাটি কাটার এস্কেভেটর জব্দ ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন কালবেলাকে জানান, কিছু অসাধু ব্যক্তির ভারতীয় সীমান্তে মাটি কাটার বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। পরে তাদের জরিমানা করা হয়।
মন্তব্য করুন