ব্রাহ্মণবাড়িয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ময়না বেগম নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) সকালে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ময়না বেগম তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামের মানিক মিয়ার স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ময়না বেগমের স্বামী মানিক মিয়ার সঙ্গে তার আপন ভাই ও চাচাতো ভাইদের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে জুয়েল, রাব্বি, মাহফুজসহ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মানিক মিয়ার বসতঘরে হামলা চালায়। এ সময় তারা মানিক মিয়ার গরু লুট করে নেয়। মানিক মিয়ার স্ত্রী ময়না ও ছেলে মহিন বাধা দিতে গেলে তাদের মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ময়না বেগমকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন