নাটোরের সদর, সিংড়া ও নলডাঙ্গা উপজেলাতে শিলাবৃষ্টি হয়েছে। রোববার (৬ মার্চ) বিকেল পাঁচটার দিকে হঠাৎই শহরের বড়হরিশপুর এলাকায় বৃষ্টি ছাড়া শিলা ঝরে পড়ে। এতে এলাকার গাছপালা, আম-লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা গেছে, শিলাবৃষ্টির বিস্তৃতি ছিল আধা কিলোমিটার এলাকা জুড়ে। শহর এলাকায় এই বৃষ্টি হওয়াতে ফসলের কোনো ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পরেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়।
আকস্মিক শিলাবৃষ্টিতে পেঁয়াজ, রসুন,ধান ও ভুট্টার ক্ষতি হয়েছে। বাতাসে ধান ও ভুট্টার গাছ নুয়ে পড়েছে। কৃষকরা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন জানান, সন্ধ্যার পরে এই শিলাবৃষ্টি হওয়ায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা যায়নি। সকাল হলে পরিদর্শন করে জানা যাবে। যে সকল ধান ও ভুট্টার গাছ নুয়ে পড়েছে সকালে রোদ উঠলেই সেগুলো ধীরে ধীরে আবারও দাঁড়িয়ে যাবে আশা করছি। তবে এটি একটি নির্দিষ্ট এলাকার মধ্যে হওয়ায় ক্ষয়ক্ষতি পরিমাণও কম হবে আশা করছি।
অপরদিকে সিংড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পরে বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি নেমে আসে। তবে এই উপজেলায় কোনো ঝড় বা শিলাবৃষ্টি হয়নি। তাতে কৃষি এবং কৃষকের ব্যাপক উপকার হয়েছে বলে জানান ওই অঞ্চলের কৃষকরা।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন জানান, এই বৃষ্টিতে জনমনে স্বস্তি যেমন এসেছে তেমনি কৃষিতে ব্যাপক উপকার হয়েছে।
মন্তব্য করুন