নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১ নম্বর মাধবপাশা সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
খুনের শিকার মো. রনি বন্দর উপজেলার ১ নম্বর মাধবপাশা এলাকার ছলিমউদ্দিনের ছেলে। স্থানীয়রা বলছেন, রনি একজন মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে এলাকার মাসুদ মিয়ার ছেলে রাসেলকে মারধর করে রনি। এরে জের ধরে আহত রাসেল তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রনির উপর হামলা করে। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রনি ওই এলাকার একজন মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসী। সম্প্রতি তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল করেছে। এরপর থেকে রনি বেশ কিছুদিন আত্মগোপনে চলে যায়। সম্প্রতি ফের এলাকায় ফিরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, রোববার বিকেলে এলাকার এক যুবককে নিহত রনি মারধর করেছে। এর জের ধরে ওই যুবক তার লোকজন নিয়ে তার উপরে হামলা করে ও কুপিয়ে রনিকে আহত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নিহত রনির বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।
মন্তব্য করুন