চুয়াডাঙ্গার জীবননগরে ঈদগাহের জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এরপর গ্রেপ্তার ইস্যুতে থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাতের এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ ঘটনায় দুই মামলায় দুপক্ষের চারজনকে গ্রেপ্তার করে রোববার (৬ এপ্রিল) আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, জীবননগর উপজেলার মনোহরপুর দক্ষিণপাড়ার ঈদগাহ মাঠের জমি নিয়ে সম্প্রতি দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এই ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় জাফিরুল ইসলাম নামে এক ব্যক্তি তিনজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করেন। অন্যদিকে প্রতিপক্ষ শাহজান আলীর পক্ষ থেকেও আদালতে একটি মামলা করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে থানায় রেকর্ড করার নির্দেশ দেন, যার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ স্বপন হোসেন ও নাসির নামে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কিন্তু একই সময়ে প্রতিপক্ষের কাউকে গ্রেপ্তার না করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে ঈদগাহ কমিটির পক্ষে শতাধিক নারী-পুরুষ থানা চত্বরে জড়ো হয়ে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করেন। তারা দাবি করেন, গ্রেপ্তার হওয়া দুজন নিরপরাধ। তাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে।
থানা থেকে পুলিশ জানায়, আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানার কোনো স্বাধীনতা নেই।
উত্তেজনার মধ্যে রাত ১০টার দিকে পুলিশ নজরুল ইসলাম ডাকু ও রকিবুল ইসলাম নামে আরও দুজনকে গ্রেপ্তার করে। এর ফলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং রাত সাড়ে ১১টার দিকে গ্রামবাসী থানা প্রাঙ্গণ ছেড়ে ফিরে যায়।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান কালবেলাকে জানান, উভয় পক্ষের মামলায় দুপক্ষের দুজন করে মোট চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন