দীর্ঘ ১১ দিন ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দেন খুলনার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল হক। দুপুর ১২টার দিকে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে হঠাৎ কাঁপতে কাঁপতে চেয়ারে থেকে পড়ে যান তিনি। দ্রুত সহকর্মীরা তাকে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রোববার (৬ এপ্রিল) খুলনা জেলা শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে।
বিকেলে তার মরদেহ রাজশাহীর পবা উপজেলায় নেওয়া হয়েছে। শিক্ষা কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
জেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক শেখ শাহিনুর রহমান বলেন, ঈদের ছুটি শেষে রোববার শামসুল হক কাজে যোগ দেন। দুপুর ১২টায় নিজের কক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন তিনি। কথা বলতে বলতে হঠাৎ তিনি চেয়ার থেকে পড়ে যান। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে তিনি মারা গেছেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়েছে। বিকেলে মরদেহ রাজশাহী গ্রামের বাড়ি উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায়, খুলনায় তিনি একাই থাকতেন। তার দুই স্ত্রীর একজন সাতক্ষীরা এবং অন্যজন ঢাকায় থাকেন। তার দুই মেয়ে ও এক ছেলে আছে।
মন্তব্য করুন