কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতার নেতৃত্বে সরকারি জায়গায় স্থাপনা

সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ। ছবি : কালবেলা
সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ। ছবি : কালবেলা

জয়পুরহাটের কালাইয়ে সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের আভিযোগ উঠেছে মতিউর রহমান নামের এক মুদি ব্যবসায়ীর বিরুদ্ধে। তিনি উপজেলা যুবলীগের নেতা মুকুল হোসেনের নেতৃত্বে এ কাজ করছেন বলে স্থানীয়দের অভিযোগ।

মুকুল হোসেন উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি।

সরেজমিনে উপজেলার পুনট পূর্বপাড়া রাস্তা সংলগ্ন পুনটহাটের পূর্ব পাশের মুদিপট্টি এলাকায় কয়েকজন ইমারত নির্মাণ শ্রমিককে ইট দিয়ে স্থাপনা নির্মাণ করতে দেখা যায়। নির্মণাধীন স্থাপনাটির দক্ষিণে রাস্তার ওপর রাখা হয়েছে বালুর স্তূপ। আর দক্ষিণ ও পশ্চিম পাশে কিছু ইট ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। সেখানে ইমারত নির্মাণ শ্রমিককে দিক-নির্দেশনা দিচ্ছেন ওই নির্মাণাধীন স্থাপনার মালিক মুদি ব্যবসায়ী মতিউর রহমান।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, কালাই উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি, প্রভাবশালী মুকুল হোসেনের নেতৃত্বে মতিউর রহমান ওই স্থাপনাটি নির্মাণ শুরু করেছেন। এভাবে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চলতে থাকলে, সরকারি হাটের জায়গা দখলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত দেখা দিতে পারে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ঘটতে পারে।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, সরকারি খাস জায়গাতে কেউ প্রভাব খাটিয়ে স্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করতে পারে না।

অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা মকুল হোসেন বলেন, মতিউর রহমান আমার এলাকার লোক। তার পুরোনো দোকানে মাঝে মধ্যে বসতাম। তবে এখন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

অভিযুক্ত মতিউর রহমান জানান, এ জায়গায় আগে তার একটি টিনের দোকান ঘর ছিল। সেখানে দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন তিনি। ঘরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই শুক্রবার থেকে তিনি ইট, বালু ও সিমেন্ট দিয়ে স্থাপনা নির্মাণকাজ শুরু করেছেন। এ বিষয়ে অনুমতি চেয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান দৈনিক কালবেলাকে বলেন, এ বিষয়ে আমি শুক্রবার একটি আবেদনপত্র হাতে পেয়েছিলাম। আবেদনকারী মতিউর রহমানকে কাজ না করার কথা বলেছিলাম। তারপরেও যদি কাজ করে থাকে তাহলে ওই নেতা ও ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বিক্ষোভের ঘোষণা আজহারির

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল প্রেমিকের

‘স্বাধীনতা কনসার্ট’ / ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের সাক্ষাৎ 

কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, প্লাবিত হওয়ার শঙ্কা

‘আমেরিকার সহযোগিতায় ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল’

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকে পুলিশে দিল গ্রাহকরা

মাছ ধরা নিয়ে দুপক্ষের গোলাগুলি, আহত ৪

‘মার্চ ফর গাজা’র প্রতি সংহতি জানিয়ে মাহমুদুল্লাহর ভিডিও বার্তা

মার্চ মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে নগদ

তনু হত্যাকাণ্ড : ঘটনাস্থল পরিদর্শন করল তদন্ত দল

১০

ঢাবিতে ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশে দুই শিক্ষার্থীকে মারধর

১১

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

১২

বাবা-মা সেজে বিক্রির ৭ দিন পর শিশু উদ্ধার

১৩

আরসা প্রধান আতাউল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

গাজার শাসনভার নিয়ে ফ্রান্সের নতুন বার্তা

১৫

পুকুর খননের সময় মিলল অর্ধগলিত মরদেহ

১৬

পিএসসির গাড়ি চালক আবেদ আলীর ফ্ল্যাট বাড়িসহ জমি জব্দ

১৭

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার মধ্যে ড. ইউনূসকে জড়িয়ে গুজব 

১৮

দীর্ঘ সময় পর ক্রিকেটে ফিরে নিজেকে ‘আনলাকি’ বললেন নাসির

১৯

ভারতীয় সীমান্তে মাটি কাটার দায়ে জরিমানা

২০
X