গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) দুপুরে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) যুবায়ের আহমেদ জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন