নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিভলভার ও ম্যাগাজিনসহ বায়েজিদ নামে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপের গন্ধর্বপুর সড়কের গাজী পাইপ কারখানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বায়েজিদ (১৪) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মানিকপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তারাব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্নগোপ এলাকার শফিকুল ইসলামের বাড়িতে ভাড়ায় থাকেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারাব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাজী পাইপ কারখানার তানভীরের পুকুরের দক্ষিণ পাশ থেকে বায়েজিদ নামের এক কিশোর গ্যাংয়ের সদস্যকে একটি রিভলভার ও খালি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মানিকপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
তিনি আরও বলেন, সে একটি কিশোর গ্যাং গ্রুপের সদস্য হিসেবে কাজ করে। গ্রুপের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে। আসামিকে অস্ত্র আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন