কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৩:৩১ এএম
অনলাইন সংস্করণ

‘বিশ্বদরবারে বাংলাদেশের ক্রিকেটের মজবুত অবস্থান তৈরি করেছিলেন আরাফাত রহমান'

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো বিশ্বদরবারে বাংলাদেশের ক্রিকেটের মজবুত অবস্থান তৈরি করেছিলেন বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি'র ১নং সদস্য।

শুক্র ও শনিবার (৪ ও ৫ এপ্রিল) বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ও চরমোনাইয়ের বিশ্বাসের হাট এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় আবু নাসের বলেন, কোনো দলের রাজনৈতিক পদে না থেকেও একজন ক্রিকেটপ্রেমী মানুষ হিসেবে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বব্যাপী সমাদৃতে নিরলস কাজ করে গেছেন তিনি। এজন্য আজীবন মানুষ তাকে স্মরণ করবে।

তিনি আরও বলেন, তৎকালীন ১/১১ সরকারের সময়ে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে বিনা কারণে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। ওই নির্যাতনের পর থেকেই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন আরাফাত রহমান। এ দু'জনকে গ্রেপ্তার ও নির্যাতনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল তারা।

রহমাতুল্লাহ বলেন, এ পর্যন্ত জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্রে কেউ সফল হয়নি, আর কখনো হবেও না। কারণ, দেশের জনগণ ভাল করেই জানে, জিয়া পরিবার গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে। আর বিএনপি হচ্ছে জনকল্যাণমুখী সেই দল। জিয়া পরিবারকে ধ্বংস করার অপচেষ্টা চালালে কেউ টিকে থাকতে পারেনি, আর পারবেও না।

তিনি বলেন, আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়াঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ক্রীড়ার উন্নয়নে নিরলস কাজ করে গেছেন। তাকে হত্যার মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে মুছে ফেলতে চেয়েছিল।

আবু নাসের বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল অনস্বীকার্য। বিএনপি ক্ষমতায় থাকলে ক্রীড়াঙ্গনের সফলতা আসে। টানা ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গনসহ সব ক্ষেত্রেই তারা লুটপাট ছাড়া আর কিছুই করতে পারেনি। যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছে তারা। বিএনপিরভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

শায়েস্তাবাদে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ সাধারণ সম্পাদক এস এম কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদসহ আয়োজক আসিফ মাহমুদ, সিফাত, মাসুদ, ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুন ও ইলিয়াস আহমেদ, আশিক মাহমুদ মুন্না।

চরমোনাই বিশ্বাসের হাটে অনুষ্ঠিত কর্মসূচিতে সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম রাড়ীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কুয়েত বিএনপি'র সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, জেলা ছাত্রদল নেতা আকবর মুবীন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের রিজার্ভ এখন কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক

দেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে : পিন্টু

সাংবাদিকের দুই হাত ভেঙে দিলেন বিএনপির কর্মীরা

রাতেই ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

এবি পার্টির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সভা সোমবার

বিনিয়োগ সম্মেলন শুরু সোমবার

প্রকাশ্যে যুবকের হাত-পা ভেঙে দিল কিশোর গ্যাংয়ের সদস্যরা

গাজায় গণহত্যা বন্ধে ‘সোমবার’ বিশ্বজুড়ে প্রতিরোধের ডাক

কোকোর শাশুড়ির ইন্তেকাল, বনানী কবরস্থানে দাফন

গাজায় গণহত্যা / বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ঘোষণা

১০

সত্য প্রকাশই হোক গণমাধ্যমের একমাত্র অঙ্গীকার : কাদের গনি

১১

প্রয়াত বিএনপি নেতার পরিবারের পাশে তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার সায়েম 

১২

বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

১৩

বাঁশঝাড়ে পড়ে থাকা কার্টনবন্দি মরদেহের পরিচয় মিলেছে

১৪

সাবেক সচিব আবু হেনাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৫

আমরা কেউ কি এড়াতে পারব এর দায় : সিয়াম আহমেদ

১৬

ঈদের ছুটি শেষে অফিস ফেরা হলো না বৃদ্ধের

১৭

হত্যাকাণ্ডের লোমহর্ষক ভিডিও প্রকাশের পর ভুল স্বীকার ইসরায়েলের

১৮

নাজমুলের আশ্বাসে ঘর ছেড়ে সর্বনাশ গৃহবধূর

১৯

বিএসইসির কর্মকর্তা-কর্মচারীসহ অংশীজনদের নিয়ে ঈদ পুনর্মিলনী

২০
X