মাগুরা জেলা যুবদলের সদস্য মিরান হোসেন মারা গেছেন। শনিবার (০৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য জাহিদ হোসেন জানান, গত ৩০ মার্চ রাত ৯টার দিকে মাগুরার নাকোল গ্রামে হামলায় আহত হন মিরান। হাইব্রিড বিএনপি নেতা জামিরুলের নেতৃত্বে স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা ওই হামলায় অংশ নেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শ্যামলীর নিউরোসায়েন্স হাসপাতালে মারা যান মিরান। এর আগে গত পাঁচ দিন ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
তিনি বলেন, বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন