গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

সেই ইয়াসিনের পরিবারকে ঘর দেবেন তারেক রহমান

ময়মনসিংহের গৌরীপুরে ইয়াসিনের বাড়িতে গিয়ে ঘর নির্মাণের খবর দেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ময়মনসিংহের গৌরীপুরে ইয়াসিনের বাড়িতে গিয়ে ঘর নির্মাণের খবর দেন বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিহত ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামের ইয়াসিন মিয়া শেখের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নতুন ঘর করে দেওয়া হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার দলীয় নেতাকর্মীদের নিয়ে গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামে ইয়াসিনের বাড়িতে গিয়ে তার পরিবারের সার্বিক খোঁজখবর নিয়ে পরিবারকে ঘর নির্মাণের খবর দেন।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন ইয়াসিনের মা ফিরোজা বেগমের হাতে।

মোতাহার হোসেন তালুকদার বলেন, ইয়াসিন মিয়া শেখ আমাদের ছাত্রদলের কর্মী ছিল। তাই আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে এই পরিবারের পাশে থাকা। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইয়াসিনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছি এবং তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারকে একটি ঘর উপহার দেব।

এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, হাফেজ মো. আজিজুল হক, অ্যাডভোকেট নুরুল হক, হাবিবুল ইসলাম খান শহীদ, সুজিত কুমার দাস, আব্দুল আজিজ মণ্ডল, এসএম দুলাল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি, যুবদল কেন্দ্রীয় কমিটি সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আকবর আনিছ, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার মণ্ডল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ূন কবির, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, অ্যাডভোকেট আবু জাফর রাশেদ মিলন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল প্রমুখ।

প্রসঙ্গত, ইয়াসিন মিয়া শেখ গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামের মৃত আব্দুস সাত্তার শেখের ছেলে। গত বছরের ৪ সেপ্টেম্বর ইয়াসিন রাশিয়ার একটি কোম্পানিতে চাকরির জন্য দেশত্যাগ করেন। সেখানে কয়েক মাস চাকরির পর গত বছরের ২২ ডিসেম্বর চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করেন ইয়াসিন। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ও ভিডিও ইয়াসিন নিজের ফেসবুকে প্রকাশ করতেন। কিন্তু ঈদের পরদিন এপ্রিলের ১ তারিখ তার মৃত্যুর খবর পায় পরিবার। যুদ্ধ চলাকালে মিসাইল হামলায় তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন রাশিয়ায় থাকা পরিচিতজনরা।

ইয়াসিন মিয়া শেখের বড় ভাই রুহুল আমিন শেখ বলেন, ধারদেনা ও জমি বিক্রি করে ১৫-১৬ লাখ টাকা খরচ করে ইয়াসিনকে রাশিয়া পাঠাই। যাওয়ার পর দেড় লাখ টাকা পাঠিয়েছিল ভাই। এর মধ্যেই তার মৃত্যুর সংবাদ পেলাম। একদিকে ভাই হারানোর শোক, অন্যদিকে ঋণের চাপ। কোথায় যাব, কী করব ভেবে উঠতে পারছি না। ভাইয়ের মরদেহ পেতে সরকারের সহযোগিতা কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির খেলা নিয়ে অনিশ্চিত মাশ্চেরানো

অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতার ১৪ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের শুল্কারোপ রপ্তানিতে তেমন প্রভাব ফেলবে না : অর্থ উপদেষ্টা

শিক্ষার্থীদের অভিযোগ / ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভয়াবহ গড়িমসি করছে  

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

গাছে ঝুলছিল মা-ছেলের মরদেহ

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০

বাংলাদেশে চীনা সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

ভারতে ওয়াকফ আইনের বিরোধিতা করে আসিফ নজরুলের স্ট্যাটাস 

১০

ভয়ংকর যুদ্ধের পরিকল্পনা করছেন পুতিন, গোয়েন্দা রিপোর্ট

১১

এরদোয়ানের দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী তারকা ওজিল

১২

প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরে তিন ম্যাচ নিষিদ্ধ মরিনহো

১৩

‘বিশ্ব দরবারে বাংলাদেশ ক্রিকেটের মজবুত অবস্থান তৈরি করেছিলেন আরাফাত রহমান’

১৪

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৬৬ লাখ টাকার টোল আদায়

১৫

দীর্ঘ ছুটি শেষে বুধবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৬

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড 

১৭

ছয় ম্যাচ হাতে রেখেই ফরাসি লিগের অপরাজিত চ্যাম্পিয়ন পিএসজি

১৮

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ

১৯

পেনাল্টির বাজিতে হেরে ভ্যালেন্সিয়ার গোলকিপারকে টাকা দেননি ভিনি!

২০
X