গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার যোগীতলা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-বাইপাস সড়কের যোগীতলায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে দুজন ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
বাসন থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত পাল কালবেলাকে বলেন, ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তসহ এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন