কুমিল্লার লাকসামে স্বাভাবিক জীবনে ফিরে আসা দুই মাদকাসক্তের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন যুবকরা। শনিবার (৫ এপ্রিল) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা গ্রামে এ ব্যতিক্রধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুন্তা ফাউন্ডেশনের সদস্যদের উদ্যোগে দুজনকে পুনর্বাসনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এ অনুষ্ঠানের মাধ্যমে দুজনের মধ্যে সরঞ্জাম বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা। খুন্তা ফাউন্ডেশনের সভাপতি ইতালি প্রবাসী ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা নাজমুল হক মিঠু, উদ্যোক্তা মোহাম্মদ শাহ নূর রনি, সেক্রেটারি প্রকৌশলী বদিউল আলম সোহেল, ক্যাশিয়ার আনিছুর রহমান, কার্যকরী সদস্য জামরুল হোসেন, শরীফুল ইসলাম, ওমর ফারুক, আবুল কাশেম, আব্দুল খালেক ও আব্দুল মান্নান।
মাদককারবার ও মাদকসেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা দুই যুবককে নতুন পাঞ্জাবি, গলায় ফুলের মালা এবং ব্যবসা করার জন্য নগদ অর্থ ও ভ্যানগাড়ি, তরকারি মাপার ওজন যন্ত্র ও হ্যান্ড মাইক উপহার তুলে দেন অতিথিরা।
স্বাভাবিক জীবনে ফিরে আসা খুন্তাগ্রামের আমির আলী ও মিজানুর রহমান বলেন, আমরা এক সময় ইয়াবাসহ বিভিন্ন মাদককারবার ও সেবন করতাম। এখন এগুলো ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করব। এ ছাড়া মাদক নির্মূলে কাজ করব আমরা।
মন্তব্য করুন