নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রাণে বাঁচল ৪০ যাত্রী, প্রশংসায় ভাসছেন বাসচালক

ক্ষতিগ্রস্থ বাস, ইনসেটে আহত বাসচালক মো. সোহেল। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্থ বাস, ইনসেটে আহত বাসচালক মো. সোহেল। ছবি : কালবেলা

একটি বাসকে ৪০ কিলোমিটার ধাওয়া করার পর ইটের আঘাতে চালকের চোয়াল ভেঙে দিয়েছে একদল মোটরসাইকেল আরোহী। হামলাকারীদের অনেকে ডাকাত বলে সন্দেহ করলেও পুলিশ বলছে, তারা ডাকাত নয়। আহত বাসচালক মো. সোহেলকে (৩৮) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র জানায়, গত সোমবার রাতে ঢাকা থেকে নোয়াখালীগামী ‘একুশে পরিবহনের’ একটি বাস কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পার হলে তাড়া করে একদল মোটরসাইকেল আরোহী। তারা ১২-১৩টি নম্বরবিহীন মোটরসাইকেলে বাসটিকে ধাওয়া করতে থাকে। প্রায় ৪০ কিলোমিটার ধরে বাসটিকে অনুসরণ করার পর কুমিল্লার লাকসাম এলাকায় এসে বাসটি থামাতে দুই দফায় চালক সোহেলের দিকে ইট ছুড়ে মারে তারা। এতে তার চোয়াল থেঁতলে যায় এবং মাথা ও মুখে গুরুতর জখম হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সোহেলের মাথা ও চোয়ালে মোট ৩১টি সেলাই দেওয়া হয়েছে এবং নিচের পাটির দুটি দাঁত ভেঙে গেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, ‘তার অবস্থা এখন স্থিতিশীল এবং উন্নতির দিকে।’

চালক সোহেল নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ‘আমার শরীরে দুই দফায় ইটের আঘাত লাগে। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু যাত্রীদের কথা চিন্তা করে আমি বাস না থেমে চালিয়ে যাই। যদি থামাতাম, ওরা আমাকে মেরে ফেলত।’

তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত আমি বাসটি নিয়ে নোয়াখালী সুধারাম থানার সামনে পৌঁছাই। সেখানে যাত্রীদের থানায় ঢুকিয়ে দিই। তাতেই সবাই প্রাণে বেঁচে যান।’

এ ঘটনার পর এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বাসের মালিক প্রথমে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তাকে সোনাইমুড়ী থানায় যেতে বলা হয়। সেখান থেকেও তাকে লাকসাম থানায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়, যেহেতু ঘটনাস্থল কুমিল্লার লাকসাম উপজেলায় পড়েছে।

পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক কালবেলাকে বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত চলছে। বাস মালিক মামলা করলে তা গ্রহণ করা হবে।’

এদিকে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারা ডাকাত নয়। মোটরসাইকেল চালকদের রাস্তা না দেওয়াকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।

এ সাহসিকতার ঘটনায় চালক মো. সোহেল দেশজুড়ে সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছেন। অনেকে তাকে বীর বলে আখ্যায়িত করছেন, যিনি নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে ৪০ জন মানুষের প্রাণ রক্ষা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ভারতে দুর্ঘটনার কবলে ৭০ বাংলাদেশি পর্যটকবাহী বাস

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

ছাত্রদলের নেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ, বরিশাল এনসিপির প্রতিবাদ

বৈঠকে বিএনপিকে কী বলেছে হেফাজত

রাফায় অবশিষ্ট ভবনও গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, নিহত ২৭

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে নিয়ে নিউইয়র্কে মতবিনিময় সভা

রাশিয়া সফরে গেলেন সেনাপ্রধান

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ করায় লম্পট বৃদ্ধ গ্রেপ্তার

টিকটকারের কথায় ভিডিও করতে গিয়ে শিশুর মৃত্যু

১০

আবারও মিথ্যাচারের অভিযোগ টিউলিপের বিরুদ্ধে

১১

আইএমএফের সঙ্গে আজ বৈঠকে বসবে বাংলাদেশ

১২

ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন ওবামা

১৩

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৪

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির

১৫

মাগুরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

১৬

মাটি কাটতে বাধা দেওয়ায় শ্রমিকদের হামলায় আহত ৫

১৭

টিভিতে আজকের খেলা

১৮

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ

১৯

৯ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

২০
X