রংপুরের বদরগঞ্জে বিএনপির দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী এ সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ এনে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে তাদের কারণ দর্শানোর এ চিঠি দিয়েছে জেলা বিএনপি।
এ তিন নেতা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল হক মানিক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক।
জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এ চিঠিতে জানানো হয়, দায়িত্বশীল পদে থাকার পরেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে দখলদারিত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ আছে। যার সাক্ষী জেলা বিএনপির কাছে আছে এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানিয়েছেন।
জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কারণ জানতে চেয়ে তিন নেতাকে ৭২ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে শনিবার বেলা ১১টার দিকে পৌরশহরের শহীদ মিনার এলাকায় সংঘর্ষ শুরু হয়। দেশি অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো পৌর এলাকায়। ভয়ে দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন