সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কোনো ব্যক্তির অপরাধ বিএনপির ওপর না চাপানোর আহ্বান

সিলেটে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। ছবি : কালবেলা
সিলেটে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। ছবি : কালবেলা

কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর অপরাধ বা অনৈতিক কার্যক্রম দলের ওপর না চাপানোর জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টায় সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা এ অনুরোধ জানান।

বিএনপি সবসময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় বলেও উল্লেখ করেন নেতারা। পাশাপাশি দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এসময় দায়িত্বশীলরা নেতারা দলীয় বিভিন্ন কার্যক্রম, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

একইসঙ্গে তারা চা শিল্পের সংকট, দলের শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় অঙ্গীকার নিয়ে কথা বলেন। সভায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাছে থাকা অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারী ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়।

লিখিত বক্তব্য প্রধান করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। ঈদ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে সিলেট জেলার প্রতিটি উপজেলা-পৌরসভায় ইউনিয়ন ও ওয়ার্ডে এবং মহানগরীর থানার ওয়ার্ড-পাড়াগুলোতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে দলীয় নেতাকর্মীদের যোগাযোগ আরও গভীর হয়েছে।

বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও একটি নতুন আগামীর স্বপ্নে জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা তারা সরাসরি উপলব্ধি করতে পেরেছেন।

বক্তব্যে বিএনপি নেতারা চা-শ্রমিকদের দুর্দশার কথাও তুলে ধরেন। তারা বলেন, দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত চা-শিল্প বর্তমানে চরম সংকটে। চা-শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় মালিকপক্ষ, সরকার ও শ্রমিক সংগঠনকে একযোগে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। রমজান মাসে চা-শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগও তুলে ধরেন তারা।

সভায় আরও জানানো হয়, গত বছর গণআন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সিলেট বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তারা বলেন, ঈদ উপলক্ষে সিলেট মহানগর ও জেলার প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। এজন্য পুলিশ, র‌্যাব, ট্রাফিক বিভাগ, হাইওয়ে ও রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।

দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে নেতারা বলেন, বিএনপি একটি আদর্শভিত্তিক দল। দলীয় শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সভা শেষে দলের পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, বিএনপি ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা পালন করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি অ্যাড. আশিক উদ্দিন আশুক পিপি, শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন লস্কর ও সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির সহসভাপতি ডা. আশরাফ আলী ও রহিম মল্লিক, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক ও কোহিনুর আহমদ, মহানগর বিএনপির যুগ্ম মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আব্দুল ওয়াহিদ সুহেল, জসিম উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ্যে নারী পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা

সিরাজগঞ্জে হত্যাচেষ্টা মামলায় দলিল লেখক কারাগারে

০৬ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

তুরিনে নির্মিত হচ্ছে ইতালির অন্যতম বৃহৎ মসজিদ

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যুবলীগের সহ-সভাপতি

‘নির্বাচনের রোড ম্যাপ না দিলে রাস্তায় নামতে বাধ্য হবো’

সিরাজদিখানে বিএনপি নেতা আব্দুল্লাহ'র ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন

মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ২

‘বিশ্বদরবারে বাংলাদেশের ক্রিকেটের মজবুত অবস্থান তৈরি করেছিলেন আরাফাত রহমান'

১০

সাভারে চলন্ত বাসে আগুন

১১

আ.লীগ নেতাদের হামলায় যুবদল নেতা মিরান নিহত

১২

বর্তমান সংবিধান ও রাজনৈতিক বন্দোবস্ত অকার্যকর : এনসিপি নেতা শিশির

১৩

বিএনপির সঙ্গে দ্রুত নির্বাচন চায় হেফাজতও

১৪

শাহবাগের আগুন নিয়ন্ত্রণে

১৫

নরেন্দ্র মোদি কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন?

১৬

পেসারদের নেতৃত্বের বাধা দেখেন না সুজন

১৭

ট্রেন পরিষ্কার করতে বছরে খরচ দেড় কোটি টাকা

১৮

সেই ইয়াসিনের পরিবারকে ঘর দেবেন তারেক রহমান

১৯

ভিনিসিয়ুসের পেনাল্টি মিসে বার্নাব্যুতে রিয়ালের বিপর্যয়

২০
X