কক্সবাজারের চকরিয়ায় নুরুল আমিন প্রকাশ (ডাকাত কালা সোনা) নামে একজনের শরীর থেকে হাত ও কান বিছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার বিএমচর ইউনিয়নের রেললাইন এলাকায় মোবাইল ছিনতাইকালে এ ঘটনা ঘটে। নুরুল আমিন প্রকাশ বিএমচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইউনুসের ছেলে।
জানা গেছে, শুক্রবার রাতে বিএমচর ইউনিয়নের রেললাইন এলাকায় মোবাইল ছিনতাইকালে বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে আটক করে তার এক হাত ও কান কেটে শরীর থেকে বিছিন্ন করে দিয়েছে।
অভিযোগ উঠেছে, হাত ও কান কাটার সঙ্গে জড়িতদের মধ্যে স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের হাত রয়েছে। মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে নুরুল আমিন প্রকাশের (ডাকাত কালা সোনার) প্রতিপক্ষ হিসেবে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ও দিল মোহাম্মদ গ্রুপের সদস্যরা স্থানীয়দের সঙ্গে মিশে গিয়ে তার হাত ও কান শরীর থেকে কেটে নিয়ে উল্লাস করে।
চকলিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, সন্ত্রাসী ডাকাত কালা সোনার হাত ও কান শরীর থেকে বিছিন্ন করে ফেলেছে। তার বিরুদ্ধে এলাকার ত্রাস ও চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। যেহেতু প্রতিপক্ষ ও স্থানীয়দের হাতে ঘটনাটি সংঘটিত হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন