ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে ও যাত্রা নির্বিঘ্ন করতে পাশে রয়েছে যৌথ বাহিনী। শুক্রবার (৪ এপ্রিল) রংপুরের শঠিবাড়ি অংশে ঢাকা-রংপুর মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপত্তা দিতে কাজ করছে যৌথ বাহিনী।
জানা যায়, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে গ্রাম থেকে কর্মমুখী মানুষেরা ছুটছে ইট পাথরের শহর ঢাকায়। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর থানা পুলিশের সমন্বয়ে যাত্রীদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে শুক্রবার ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ি এলাকায় যৌথ টহল ও তল্লাশির কার্যক্রম করেছেন।
পীরগঞ্জে দায়িত্বরত ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাসফিন ইসলাম ফাহিম জানান, যৌথ বাহিনীর নেতৃত্বে শঠিবাড়ি বাসস্ট্যান্ড পূর্ব ও পশ্চিম এলাকায় পুলিশের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে এবং মহাসড়কে রিকশা, অটো, ভ্যান এবং নসিমন চলাচল সীমিত করতে পীরগঞ্জ সেনা ক্যাম্প থেকে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ট্র্যাফিক আইনের পরিপন্থি সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সার্বিক পরিস্থিতি ভালো রাখার জন্য পীরগঞ্জ ও মিঠাপুকুর এলাকায় সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য করুন