চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তরুণীসহ দুজন নিহত হয়েছেন৷ শুক্রবার (০৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত দেব নাথ (২৬) ফ্রিজ মেকানিক নিহত হয়েছে। একই দিন রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া ইউটার্ন এলাকায় বাসচাপায় অটোরিকশার থাকা সাদিয়া ইয়াসমিন যুথি (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন।
নিহত সিমান্ত উপজেলার কাটাছরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেতৈয়া এলাকার শ্যাম সুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের ছেলে। অপরদিকে সাদিয়া খৈয়াছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব পোলমোগরা এলাকার নুরুনবী ম্যানেজার বাড়ি মো. রিপনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শাহী পরিবহনের একটি বাস বড়তাকিয়া ইউটার্ন এলাকায় একটি অটোরিকশা রাস্তা পার হওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাদিয়া মারা যান।
নিহত সীমান্তের স্বজন রুপন চন্দ্র নাথ জানান, শুক্রবার বিকেলে সীমান্ত মোটরসাইকেলযোগে সীতাকুণ্ড তার এক স্বজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলো। পথিমধ্যে মিঠাছড়া বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় সীমান্ত দেব নাথ নামের সড়ক দুর্ঘটনার একজন রোগী হাসপাতালে আনা হয়। পরে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে মিঠাছরা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিমান্ত দেব নাথ নামের একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া বড়তাকিয়া এলাকায় দুর্ঘটনায় তরুণী নিহত হওয়ার বিষয়টি জানা নেই৷ এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে৷
মন্তব্য করুন