ঢাকার সাভারে দিনের বেলায় ইতিহাস ব্যানারের যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক নারী। শুক্রবার (০৪ এপ্রিল) বিকেলে সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী একাধিক যাত্রী জানান, দুপুরে গাজীপুরের চন্দ্রা থেকে ইতিহাস ব্যানারের যাত্রীবাহী বাসটি মিরপুরের উদ্দেশে ছেড়ে আসে। সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে দুইজন ছিনতাইকারী বাসটিতে উঠেন। আগে থেকে যাত্রীবেশে বাসে থাকা আরও এক ছিনতাইকারী তাদের সঙ্গে যোগ দেয়। ছিনতাই শেষে তারা সাভারের ফুলবাড়িয়া এলাকায় নেমে যান।
বাসের যাত্রী ভুক্তভোগী রিপন সরকার বলেন, দুপুর ২টার দিকে চন্দ্রা থেকে বাসটি ছেড়ে আসে। বাসটি সাভারের ব্যাংক টাউন ব্রিজের কাছ পৌঁছালে দুইজন ছিনতাইকারী বাসে উঠে ছুরি বের করে যাত্রীদের চুপ থাকতে বলেন। তাদের সঙ্গে আরও একজন যাত্রীবেশে থাকা ছিনতাইকারী ধারালো ছুরি বের করেন। পরে তিনজন মিলে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, সোনার অলংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আমার পকেটে থাকা ৩৫ হাজার টাকাও নিয়ে গেছে।
ইতিহাস পরিবহনের পরিচালক আব্দুল মান্নান বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ৩ জন লোক অস্ত্রের মুখে যাত্রীদের নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করব।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটছে এমন অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন