ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক ‘মানসিক ভারসাম্যহীন’ নারী। বুধবার (০২ এপ্রিল) রাতে সন্তানের জন্ম দেন তিনি। এরই মধ্যে নবজাতক শিশুটিকে একাধিকবার চুরির চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন পাশের সিটের রোগী রাহেলা আক্তার। অন্য রোগীরা জানান, তাদের সতর্কতার কারণে এখন পর্যন্ত নবজাতকটি চুরি করতে পারেনি কেউ।
জানা গেছে, বুধবার রাতে পরশুরাম পৌর এলাকার খোন্দকিয়া এলাকায় ওই নারী রাস্তায় প্রসব ব্যথায় কাতরাচ্ছিলেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালেও তার সঙ্গে কেউ নেই। মধ্যবয়সী এই প্রসূতি ও নবজাতক সুস্থ আছে। শুদ্ধ ভাষায় কথা বললেও এই নারী নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারছেন না। শুধু জানিয়েছেন, তার পিতার নাম আনোয়ার হোসেন। স্বামীর কথা জানতে চাওয়া হলে জানান, স্বামী বাইরে আছেন।
স্থানীয়দের ধারণা, বাসে ফেনী থেকে পরশুরাম এসে খোন্দকিয়ায় নেমেছিলেন ওই নারী। আবার বিলোনিয়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেও থাকতে পারেন।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইফতেখার হাসান ভূঁইয়া বলেন, স্থানীয়রা অজ্ঞাতপরিচয় ওই নারীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এখানেই চিকিৎসক ও নার্সদের সার্বিক তত্ত্বাবধানে একটি সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও শিশু সন্তানটি সুস্থ আছে। ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন।
মন্তব্য করুন