আউলিয়া কেরামদের মত ও পথই সঠিক পথ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী মাইজভাণ্ডারী।
তিনি বলেন, মাজার ভেঙে নয়, বরং আউলিয়া কেরামদের প্রতি মহব্বতই এনে দিতে পারে শান্তি ও সম্প্রীতি। উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে ওলি, আউলিয়া, সূফী, সাধকরা। মাজারপন্থিরা কখনো দেশে অশান্তি কামনা করে না।
শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজে খুতবায় সাইফুদ্দীন আহমদ আলহাসানী মাইজভাণ্ডারী এসব কথা বলেন।
এদিন মাইজভাণ্ডার দরবার শরিফে হজরত গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (ক.) ৮৯তম শরীফ উপলক্ষে লাখ লাখ ভক্ত আশেকানের ঢল নামে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) শুরু হওয়া এই পবিত্র ওরশ শরিফ শনিবার (৫ এপ্রিল) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
ওরশ শরিফকে কেন্দ্র করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডরীয়াসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- খতমে কোরআন, খতমে গাউছিয়া শরিফ, গাউসুল আজম বাবাভাণ্ডারী (ক.) রওজায় নতুন গিলাপ ছড়ানো, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়; যৌতুক, মাদক ও অপসংস্কৃতির বিরুদ্ধে গণসচেতনতায় ক্যাম্পিং; ওয়াজ, মিলাদ, ছেমা-কাওয়ালি ও তবারক বিতরণ।
মন্তব্য করুন