কুড়িগ্রামের রৌমারীতে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে লোহার সাবল দিয়ে আব্দুল কাদেরকে (২৬) মাথায় আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। সহিবর (৪০) ও সাদ্দাম (৩৫) নামের বড় দুই ভাইয়ের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বড় ধনতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এদিন সন্ধ্যার দিকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহতের স্ত্রী কেয়া বেগম। আহত আব্দুল কাদের উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বড় ধনতলা এলাকার মৃত খয়বর রহমানের ছেলে।
আহতের স্ত্রী কেয়া বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীরা ৪ ভাই। বেশকিছু দিন আগে ৪ ভাইয়ের অংশের জমি ভাগ-বাটোয়ারা করে দেওয়া হয়। শুক্রবার বেলা ১১টার দিকে অংশের জমিতে বেড়া দিতে যান আমার স্বামী আব্দুল কাদের। এ সময় তার মামা শ্বশুর আশরাফ মোক্তার ও ভাসুর সাদ্দামের শ্যালক শাকিলের নেতৃত্বে বেড়া দেওয়ায় বাধা দেন দুই ভাসুর সহিবর ও সাদ্দাম।
এ সময় তাদের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় আরেক ভাসুর মিঠু ও স্বামীকে (আব্দুল কাদের) লোহার সাবল দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করেন ভাসুর সাদ্দাম। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।
এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম কালবেলাকে বলেন, ভাই ভাই মারামারি হয়েছে। এটা সত্য। কারও মাথায় আঘাত করা হয়নি। তবে হুড়াহুড়ি করতে পাশের একটি সিমেন্টের খুঁটির সঙ্গে লেগে ছোট ভাই কাদেরের মাথা ফেটে যায়।
কর্তব্যরত চিকিৎসক অলক কুমার সরকার কালবেলাকে জানান, দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের মধ্যে আব্দুল কাদেরকে মাথায় রক্তাক্ত অবস্থায় আনা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তারা।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান কালবেলাকে বলেন, অভিযোগে পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন