সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙা বাঁধ ঠিক হলেও দুর্ভোগ কাটেনি উপকূলবাসীর

খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধটি মেরামতে পানি উন্নয়ন বোর্ড। ছবি : কালবেলা
খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধটি মেরামতে পানি উন্নয়ন বোর্ড। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধটি দীর্ঘ ৪ দিনের চেষ্টায় মেরামত করেছে পানি উন্নয়ন বোর্ড। এতে লোকালয়ে নদীর জোয়ারের পানি প্রবেশ বন্ধ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তবে ৫ দিন আগে ভেঙে যাওয়া অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে ১১টি গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে ২০ হাজার পরিবার।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে জিও টিউবের মাধ্যমে খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধটি রিংবাঁধের মাধ্যমে পানি আটকায় পানি উন্নয়ন বোর্ড।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে নদীর ভাঙন এলাকা দিয়ে দুর্গত এলাকার পানি ভাটিতে নামতে শুরু করেছে। তবে এখনো বসতবাড়ি, ওঠান-আঙিনা, মাঠে-ঘাটে পানি জমে থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এখনো কৃষকের বোনা পাকা ধান ও মাছের ঘের তলিয়ে থাকায় সর্বস্বান্ত হয়ে পড়েছে উপকূলবাসী।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ সকালে ঈদের নামাজের পর সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর আওতাধীন ৭/২ পোল্ডারের আনুলিয়া ইউনিয়নের বিছট এলাকায় খোলপেটুয়া নদীর তীব্র জোয়ারের প্রবল স্রোতে দুশ মিটার বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে যায়। মুহূর্তের মধ্যে লোকালয়ে পানি প্রবেশ করে আনুলিয়া, বিছট, নয়াখালী, বল্লবপুর, বাসুদেবপুর, চেচুয়া, কাকবাসিয়া, পারবিছটসহ পার্শ্ববর্তী ১১ গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে প্রায় ২০ হাজার পরিবার। এতে উপকূলবাসীর ঈদ আনন্দ মলিন হয়ে যায়।

এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তীব্র জোয়ারে বাঁধটি সংস্কার করতে ব্যর্থ হয় তারা। ঘটনার দুই দিন পর বাঁধ মেরামতে নামে পানি উন্নয়ন বোর্ড। তারা খোলপেটুয়া নদীতে বল গ্রেডারের মাধ্যমে জিও টিউবের মধ্যে পাইপ দিয়ে বালি ভরে বিকল্প একটি রিংবাঁধ তৈরি শুরু করে। সেনাবাহিনীও মাঝেমধ্যে কাজে অংশ নেয়। এর ফলে দীর্ঘ ৫ দিনের মাথায় শুক্রবার দুপুরে ৩২০ মিটার রিংবাঁধ দিয়ে লোকালয়ে পানি আটকাতে সক্ষম হয় পানি উন্নয়ন বোর্ড। ফলে দুপুর থেকে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ হয়ে যায়। এতে স্বস্তি ফেরে এলাকাবাসীর মধ্যে।

আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, খোলপেটুয়া নদীর বিছটের ২০০ মিটার ভেঙে যাওয়া বাঁধ দীর্ঘ ৫ দিনের মাথায় পানি উন্নয়ন বোর্ড, এলাকাবাসী, সেনাবাহিনীসহ সবার প্রচেষ্টায় বিকল্প ভারে জিওটিউবের মাধ্যমে ও রিংব্যাগ ফেলে রিংবাঁধটি মেরামত করা হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

তিনি আরও জানান, ৩১ মার্চ বাঁধ ভেঙে ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ৬ হাজার বিঘা মৎস্য প্লাবিত হয়ে প্রায় ৫০ কোটি টাকার মাছ ভেসে গেছে। আর কৃষকের ১২০০ বিঘা জমির পাকা ধান ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেকে ভেড়িবাঁধের উপরে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। তবে সকাল থেকে নদীর ভাঙন এলাকা দিয়ে দুর্গত এলাকার পানি ভাটিতে নদীতে তীব্র বেগে নামতে থাকে। দুপুরে রিংবাঁধটি সম্পন্ন হলেও এখনো বসতবাড়ির আঙিনায়, মাঠে-ঘাটে পানি জমে থাকায় জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এখনো কৃষকের পাকা ধান, বিভিন্ন শাক-সবজি ও মাছের ঘের তলিয়ে থাকায় সর্বস্বান্ত হয়ে পড়েছে উপকূলবাসী।

এদিকে এখন বসতবাড়িতে পানি থৈ থৈ করায় অনেকে বাড়িতে রান্না করতে না পেরে বেড়িবাঁধে অবস্থান নিয়েছেন। বাঁধভাঙা দুর্যোগে এলাকায় তীব্র খাবার পানি সংকট প্রকট আকার ধারণ করেছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী সাখায়াত হোসেন জানান, দীর্ঘ ৪ দিন প্রচেষ্টার পর অবশেষে ভাঙন কবলিত এলাকায় শুক্রবার দুপুরে ৩২০ মিটার এলাকাজুড়ে রিংবাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ আটকাতে সক্ষম হওয়া গেছে। এতে নদীভাঙন দুর্যোগের হাত থেকে রেহাই পেয়েছে উপকূলবাসী। বাঁধের ওপরে সেকেন্ড লেয়ার ও থার্ড লেয়ারের কাজ শেষ হতে আর দুদিন সময় লেগে যাবে। এরপর সেখানে মাটি ফেলার কাজ করে বাঁধটি স্থায়ী রূপ দেওয়া হবে। আর পরবর্তীতে দুর্গতদের সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে কাজ করবে পানি উন্নয়ন বোর্ড। এতে হয়তো আরও দুবছর সময় লাগতে পারে।

এদিকে টেকসই বেড়িবাঁধের দাবিতে শুক্রবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টার সময় ভেঙে যাওয়া ভেড়িবাঁধের উপর দাঁড়িয়ে কয়েক শতাধিক এলাকাবাসী দুর্নীতিমুক্ত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মৎস্য বিভাগ ও কৃষি বিভাগের তথ্যমতে, গত ৩১ মার্চ খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে জোয়ারের লোনা জলে ভেসে গেছে প্রায় ৫০ কোটি টাকার ঘেরের মাছ। আর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে ১০ কোটি টাকার। তবে এ অবস্থায় এলাকার জান-মাল রক্ষায় খুব দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন উপকূলবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না : রিজওয়ানা হাসান 

ডাকাত ‘কালা সোনা’র হাত-কান বিছিন্ন করল প্রতিপক্ষ

বিচারিক সংস্কার এখন ‘সংস্কার’ এর প্রতীক : প্রধান বিচারপতি

সিরিয়ায় ইসরায়েলের মুখোমুখি হওয়া নিয়ে যা বলল তুরস্ক

গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত হচ্ছে : জাতিসংঘ

চাকরির জন্য নেতাদের পেছনে ঘুরতে হবে না : আমিন

গ্রাস ম্যাট রপ্তানি শুরু করল আরএফএল

সিআরবিতে রেলওয়ের পরিচ্ছন্নতা অভিযান

নববধূর সামনে চোরের হাতে প্রাণ গেল স্বামীর

ধাওয়া খেয়ে পালালেন গরিবের টাকা খাওয়া ইউপি সদস্য

১০

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ বিল পাসের প্রতিবাদ জামায়াতের

১১

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে মোদির আচরণ কেমন ছিল, জানালেন প্রেস সচিব

১২

মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের হাতে ভাই খুন

১৩

ইসরায়েলের বিরুদ্ধে আরব লীগের অবস্থান, মহাসচিবের বার্তা

১৪

নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেলেন রিয়ালের চার ফুটবলার

১৫

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

১৬

নতুন প্ল্যাটফর্ম চালু করছে টিকটক, পাওয়া যাবে যে সুবিধা

১৭

কর্ণফুলীতে জেলের জালে নারীর লাশ

১৮

জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

১৯

ব্রহ্মপুত্র তীরে অষ্টমীর স্নানে লাখো পুণ্যার্থী

২০
X