মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগান থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে কয়েক শিশু বানরটিকে দেখতে পেয়ে চা গবেষণা ইনস্টিটিউটের স্টাফ মো. রাহেলকে জানায়। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলে জানান।
ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা গিয়ে বানরটি উদ্ধার করি। বাংলাদেশের বনাঞ্চলে বিপন্নপ্রায় এই প্রাণীটি সাধারণত নিশাচর। নির্জন পরিবেশে থাকতে পছন্দ করে।
তিনি আরও বলেন, বনাঞ্চল থেকে লোকালয়ে আসা প্রাণীদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে সুস্থ হলে এসব প্রাণীদের বনবিভাগের কাছে হস্তান্তর করি। আমরা বিগত এক সপ্তাহে দুটি লজ্জাবতি বানর উদ্ধার করলাম। এখন তাদের পরিচর্যা চলছে।
মন্তব্য করুন