রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের গৌরীপুরের ইয়াসিন মিয়া শেখের পরিবারকে অনুদান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মো. আজিজুল হক দলীয় নেতাকর্মীদের নিয়ে ইয়াসিনের বাড়ি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালি গ্রামে গিয়ে তার মা ফিরোজা বেগমের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।
উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ইয়াসিন মিয়া শেখ। গত বছরের ২২ আগস্ট রাশিয়ার একটি কোম্পানিতে চাকরি করার জন্য দেশ ত্যাগ করেন ইয়াসিন। রাশিয়ার একটি কোম্পানিতে চাকরি করার পর অনলাইনে আবেদন করে গত ২২ ডিসেম্বর চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন।
পরে গত ২৭ মার্চ ইয়াসিন নিহত হলেও স্বজনরা জানতে পারেন ঈদের পরদিন ১ এপ্রিল। রাশিয়ায় থাকা ইয়াসিনের পরিচিতজনরা ফোনে ইয়াসিনের বড় ভাই রুহুল আমিনকে মৃত্যুর খবর দেন।
নিহত ইয়াসিনের মরদেহের কী অবস্থা, মরদেহ দেশে আনা যাবে কি না, তা নিয়ে কোনো তথ্যই পাচ্ছে না ইয়াসিনের পরিবার। ছেলের ছবি নিয়ে মায়ের কান্না থামছেই না।
মন্তব্য করুন