স্বামী মনির সিকদার ও স্ত্রী নিরু বেগম এলাকাজুড়ে তৈরি করেছিলেন মাদকের সম্রাজ্য। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তৈরি করেছিলেন মাদকের শক্তিশালী নেটওয়ার্ক। অবশেষে রাতে পুলিশের হাতে মাদক সম্রাজ্ঞী নিরু বেগম গ্রেপ্তার হলেও সুকৌশলে পালিয়ে যায় স্বামী মনির।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে বগুড়া সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে শুক্রবার (৪ এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি সামনে এসেছে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার নিরু বেগম তিনটি মাদক মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার খাজুরতলা এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদকের কারবার করে আসছিলেন মনির সিকদার ও স্ত্রী নিরু বেগম। গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালায় বরগুনা থানা পুলিশ। এ সময় স্বামী মনির সিকদার পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে স্ত্রী নিরু বেগমের থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম কালবেলাকে বলেন, নিরু বেগম ও তার স্বামী দীর্ঘদিন যাবত মাদকের কারবার করে আসছিল। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার স্বামী মনির পালিয়ে যায়।
তিনি আরও জানান, বরগুনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে পুলিশ। সব মাদক কারবারির বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন