হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া মঞ্চসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
তবে হঠাৎ কী বিষয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সে ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি লায়ন আসলাম চৌধুরী। আসলাম চৌধুরী ও সরওয়ার আলমগীরকে হেফাজত আমিরের সঙ্গে কিছুক্ষণ একান্ত আলাপ করতে দেখা যায়।
মন্তব্য করুন