অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারলেন না নয়ন মিয়া। স্বামীকে হারিয়ে এখন পাগল প্রায় দুই সন্তানের জননী এবং চারমাসের অন্তঃসত্ত্বা নয়ন মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের শালজান এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন নয়ন মিয়া। তিনি ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কৈইচাপুর গ্রামের রবি মিয়ার ছেলে।
নিহত নয়ন মিয়ার একার উপার্জনেই পুরো পরিবারটি চলত। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশাহারা হয়ে পড়েছে।
নয়ন মিয়ার প্রতিবেশী কলিম উদ্দিন ফকির জানান, নয়ন মিয়া পরিবারটির একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিল। দুটি শিশুও এতিম হয়ে গেল। বাবার আদর তারা কোনো দিন পাবে না। অনাগত সন্তান তার বাবার মুখটাও দেখতে পারবে না।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, সামান্য বসতভিটা ছাড়া তাদের আর কোনো সহায়-সম্পত্তি নেই। নয়ন সংসারের খরচ চালাত। আমরা সবাই তার পরিবারের পাশে দাঁড়াব।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি কালবেলাকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন