কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়ির জানালা-গেট কুপিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদীয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধা কানুর ছেলে মোহাম্মদ গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক একটার দিকে ২০-২৫ দুর্বৃত্ত লুদীয়ারা গ্রামে তাদের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা তাদের ঘরের দরজা-জানালা ও গেটে কোপায়। তার দাবি, তার পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হত্যার উদ্দেশে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশের চেষ্টাও চালায়। পুলিশ এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, এর আগে গত বছরের ২২ ডিসেম্বর সন্ত্রাসীরা তার বাবা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে এলাকা প্রদক্ষিণ করায় এবং বাড়িঘর ছাড়তে বাধ্য করে। এ ঘটনার ভিডিও-ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় হয়। তখন আব্দুল হাই কানু বাদী হয়ে থানায় একটি মামলা করেছিলেন।
বিপ্লব জানান, রমজান শেষে পুলিশ-প্রশাসনের আশ্বাসে মুক্তিযোদ্ধা কানু লুদীয়ারা গ্রামে তার নিজ বাড়িতে আসেন। ঈদের দিন থেকে তিনি পরিবারের সবাইকে নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। এর মধ্যে অবশ্য কিছু হুমকিও পেয়েছিলেন। বাড়িতে হামলার ঘটনা মোবাইল ফোনে পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে চৌদ্দগ্রাম থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে হাজির হন। এরপর সারারাত পুলিশ পাহারায় ছিল বাড়িটি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে যাই। এ সময় মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। দুর্বৃত্তরা বাড়ির গেট ও দরজা-জানালায় কিছু ভাঙচুর চালালেও ঘরে প্রবেশ করতে পারেনি।
ওসি আরও বলেন, ওই মুক্তিযোদ্ধা পরিবারের নিরাপত্তায় তার বাড়িতে পুলিশ পাহারা রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশি অভিযান চালানো হবে।
মন্তব্য করুন